সোমবার, এপ্রিল ২৯ ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

৫ জুলাই শুরু হচ্ছে বস্ত্র ও প্লাস্টিকের প্রথম অনলাইন প্রদর্শনী

সাইবারবার্তা ডেস্ক: করোনার বাস্তবতায় আগামী ৫ জুলাই থেকে দেশে প্রথমবারের মতো শুরু হবে অনলাইনে বস্ত্র এবং প্লাস্টিকপণ্য ও মেশিনারিজের আন্তর্জাতিক প্রদর্শনী (আইপিএফ)।

 

চারদিন দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশ, চীন, ভারত, ইথিওপিয়া, হংকং, জাপান, মালয়েশিয়াসহ ১৯টি দেশের ৪৮৩ প্রতিষ্ঠান। তার মধ্যে বাংলাদেশের ৭৩টি প্রতিষ্ঠান থাকবে।শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রপ্তানিতে শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরতা কাটিয়ে তথ্যপ্রযুক্তি, ওষুধ, চামড়া ও প্লাস্টিকপণ্যকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।

 

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপিজিএমইএ সহসভাপতি গিয়াসদ্দিন আহমেদ।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২০ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ