সোমবার, মে ৬ ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বই মেলায় এলো গল্পে কল্পে সাইবার সিকিউরিটি

সাইবারবার্তা ডেস্ক: বর্তমান সময়ে অন্যতম আলোচিত বিষয় হল সাইবার সিকিউরিটি। এই ব্যাপারে জানার বা সাইবার সিকিউরিটি বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য তরুন শিক্ষার্থীদের মধ্যে কৌতুহল বেশি।সেই বিষয়টাকে মাথায় রেখে সাইবার সিকিউরিটি বিষয়ে একটি গাইড লাইন দিতে তরুন লেখক সাফ্ফাত আহম্মদ খান এবারের বই মেলায় নিয়ে এসেছেন সাইবার সিকিউরিটি নিয়ে একটি ব্যাতিক্রম ধর্মী বই,গল্পে কল্পে সাইবার সিকিউরিটি।

 

বইটিতে সাইবার সিকিউরিটি বা এ্যথিক্যাল হ্যাকিং এর বিষয় গুলো গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে যাতে একজন পাঠক খুব সহজেই সাইবার সিকিউরিটির ব্যাপার গুলো আয়ত্বে আনতে পারে এবং সাইবার সিকিউরিটি শিক্ষার একটি গাইড লাইনও পেতে পারে।বইটিতে নেটওর্য়াকিং ,ওয়েবসাইট হ্যাকিং,পেনিষ্টেশন ল্যাব,হার্ডড্রাইভ ফরেনসিক,ডাটা ডিকোভারি,রুট কিট, ম্যালওয়্যার এন্যালাইসিস,ওপেন সোর্স ইনটেলিজেন্ট, ক্রিপ্ট্রোগ্রাফিক হ্যাশ ফাংশন,ক্যাপচার দ্যা ফø্যাগ ইত্যাদি বিষয় নিয়ে সহজ ভাষায় বর্ননা করা হয়েছে। এখানে কিছু ল্যাবের প্যাকটিক্যালও দেখানো হয়েছে।বইটি সম্পর্কে লেখক বলেন টেকনিক্যাল বই গুলি সাধারনত একঘেয়েমি হয়।কিছু দূর পড়ার পর অনেকে পড়ার আগ্রহ হারিয়ে ফেলেন।কিন্তু গল্পে কল্পে সাইবার সিকিউরিটি বইটি এমন নয় এটি এমন ভাবে লিখা হয়েছে যেন পাঠক পুরো বইটি আগ্রহ নিয়ে পড়ে।একটি অধ্যায় পড়ার পর অন্য অধ্যায় পড়ার জন্য পাঠকের আগ্রহের সৃষ্টি হবে।

 

 

লেখকের আরো একটি জনপ্রিয় বই কম্পিউটার হ্যাকিং ও ফরেনসিক গত বছর পাঠক প্রিয় হয়েছিলো।আশা করা যাচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে এই ভিন্ন ধারার বইটিও পাঠক প্রিয় হবে।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২১ এর তিউড়ি প্রকাশনীর ৫২ নম্বর ষ্টলে। এছাড়াও অনলাইনে রকমারি ডট কম ও সিটিজি লাইব্রেরি ডট কমেও পাওয়া যাচ্ছে।

 

 

(সাইবারবার্তা.কম/এসকে/জেডআই/৩১মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ