বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

শুরু হল ৬ দিনব্যাপী বিআইটিএম অ্যাডমিশন সামিট

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি এন্ড ম্যানেজেমেন্ট ( বিআইটিএম) আইটি এবং সফটওয়্যার খাতে ক্যারিয়ার গঠনে ইচ্ছুক আগ্রহীদের জন্য আয়োজন করেছে বি আই টি এম অ্যাডমিশন সামিট জুলাই ২০২১।

 

মঙ্গলবার থেকে শুরু হয়ে সবার জন্য উন্মুক্ত এ সামিট চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।৬দিন ব্যাপী এই অনলাইন সামিটে রয়েছে ২০ টিরও বেশি অনলাইন টেক সেশন, রয়েছে ৪ টি সেমিনার এবং বেশকিছু বিষয়ভিত্তিক অনলাইন আড্ডা।

 

এ ছাড়াও পুরো সপ্তাহ জুড়ে রয়েছে বিআইটিএম এর সকল কোর্সের উপরে দারুন সব ছাড়। পুরো আয়োজনটির বিস্তারিত এবং এতে অংশগ্রহন করতে হলে চোখ রাখতে হবে বিআইটিএম এর ফেসবুক পেজে। টেক প্রশিক্ষনে আগ্রহীদের জন্য এই সামিটটি হতে পারে এক ক্যারিয়ার দিকনির্দেশক।এই সামিটে অংশ নিয়ে তাদের মূল্যবান দিকনির্দেশনা ও বিষয়ভিত্তিক প্রশিক্ষনের বিস্তারিত তুলে ধরা হচ্ছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৭ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ