নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য ক্রমেই কঠোর থেকে কঠোরতর হচ্ছে চীনের বাজার। বিশেষায়িত সংস্করণ তৈরি করেও রক্ষা পাচ্ছে না কোম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় চালুর প্রায় পাঁচ মাসের মাথায় চীনের বাজারের জন্য তৈরি করা নিজস্ব অ্যাপ বন্ধ করে দিয়েছে রোবলক্স।
তবে ‘লুওবুলেসি’ নামের পরিচিত অ্যাপটি পুরোপুরিভাবে বন্ধ হয়নি। অ্যাপটি পুনরায় তৈরি করছে প্রতিষ্ঠানটি। এতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হবে। নতুন রূপে তৈরি শেষে পরবর্তী কোনো এক সময়ে সেটি চালু করা হবে।
এর আগে চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সঙ্গে যৌথভাবে অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য লুওবুলেসি অ্যাপটি চালু করেছিলো রোবলক্স।
গত ৮ ডিসেম্বর চীনের অ্যাপ স্টোরগুলো থেকে রোবলক্স অ্যাপটি সরিয়ে নেওয়া হয়। কোম্পানিটি “পণ্যটির আরও উন্নয়ন”-এর কথা বললেও রয়টার্স জানিয়েছে, রোবলক্স জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চীন নিজেই। চীনের কঠোর নীতিমালার কারণে বেশ কিছু ফিচার সেন্সর করতে বাধ্য হয়েছে রোবলক্স। নীতিমালা মেনে নতুনভাবে অ্যাপটি চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা।
চীনে শিশুদের ভিডিও গেম খেলার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে আসক্তি হিসেবে বিবেচনায় রেখে সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা ভিডিও গেম খেলার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রয়েছে কঠোর নীতিমালা, যা মেনে ব্যবসায় পরিচালনা করা অনেক কোম্পানির জন্যই টিকে থাকা দায়। ইতিমধ্যেই চীনের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
(সাইবারবার্তা.কম/আইআই/১০ জানুয়ারী ২০২২)