শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রোফাইল ছবির জন্য ইলাস্ট্রেশন সুবিধা আনলো গুগল

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: অনেকেই তাদের প্রোফাইল ছবিতে নিজের ছবি ব্যবহার করতে পছন্দ করেন না। আবার অনেকেই নিজেদের সঠিকভাবে প্রকাশ করার মতো যথাযথ ছবি খুঁজে পান না। তাদের জন্য প্রথম ব্যাচের ইলাস্ট্রেশন প্রকাশ করেছে গুগল। এগুলো প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করা যাবে। খবর এনগ্যাজেট।

 

যখন কোনো ব্যবহারকারী তার জিমেইল, ওয়ার্কস্পেস কিংবা অ্যান্ড্রয়েডে কনট্যাক্টস প্রোফাইল ছবি যুক্ত করতে যাবেন তখন এই ইলাস্ট্রেশনগুলো ব্যবহার করা যাবে। আর এসব ইলাস্ট্রেশনে প্রাণি, পৌরাণিক সৃষ্টি, স্থান এবং শখ তুলে ধরা হয়েছে।

 

গুগল জানিয়েছে, প্রথম ব্যাচের এসব ইলাস্ট্রেশন বিভিন্ন সংস্কৃতি, পছন্দ এবং ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে বানানো হয়েছে। ব্যবহারকারীরা চাইলে রঙ পরিবর্তন এবং ছবি ক্রপ করতে পারবেন।

 

যেকোনো একটি প্ল্যাটফর্মে প্রোফাইল ছবি হিসেবে এই ইলাস্ট্রেশন ব্যবহার করলে সেটি গুগলের অন্যান্য সেবাগুলোতেও যুক্ত হয়ে যাবে। আগামীতে আইওএস এবং ওয়েবসহ বিভিন্ন পণ্য ও প্ল্যাটফর্মে এই ইলাস্ট্রেশন সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৮ সেপ্টেম্বর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ