শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ভার্চ্যুয়াল জগত ব্যবহারের মাধ্যমে মিথ্যাচার, বিভ্রান্তি ছড়ানো, অপপ্রচার রোধ করতে সক্রিয় রয়েছে র‌্যাবের সাইবার মনিটরিং টিম।

 

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন।

 

তিনি জানিয়েছেন, এই টিম অনুসন্ধানে একশ্রেণির অসাধু ব্যক্তি বা চক্রকে সনাক্ত করতে সক্ষময় হয়েছে। ওই ব্যক্তিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার–প্রচারণার মাধ্যমে নিজেকে খ্যাতিমান হিসেবে দেখিয়ে নানাবিধ অবৈধ অপরাধ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে অপরাধীরা নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়নে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপব্যবহার করছে।

 

এই মিথ্যাচারের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে এই প্রতারকেরা অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

তিনি জানিয়েছেন, তরুণ চিকিৎসাবিজ্ঞানী হিসেবে দাবি কারী ইশরাত রফিক ঈশিতাকে গ্রেফতার করার মধ্য দিয়ে এদের আইনের আওতায় আনার হচ্ছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২  আগস্ট ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ