শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফেসবুকে পোস্ট দেয়ার ১০ দিন পর যা বলছেন পরীমণি

 

তাঁর দৃঢ় বিশ্বাস, এই মামলায় তিনি ন্যায়বিচার পাবেন। এই মামলার সুন্দর একটা সমাপ্তি দেখতে চান তিনি। পরীমনি বলেন, ‘শেষ না দেখে ছাড়ছি না। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়ব।’

 

মামলার অগ্রগতি বিষয়ে নিয়মিত সাভার থানার সঙ্গে যোগাযোগ রাখছেন পরীমনি। তিনি বলেন, ‘বেশ কয়েকবার বাসায় এসেছে সাভার থানা-পুলিশ। কথা বলেছে। সময়-সময় ফোনেও যোগাযোগ রাখছে তারা। ঘটনা ঘটার দিন থেকেই আমি অসুস্থ। পরে জ্বর এসেছিল। তাই ফোনে বেশির ভাগ সময় আমার মামার সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ। দুই-তিন দিন ভুগলাম। এখন মোটামুটি সুস্থ। জ্বর চলে গেছে । তবে শরীর একটু দুর্বল আছে।’

 

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের মামলা নিয়ে দেশজুড়েই আলোচনা চলছে। ১৬ জুন এই আলোচনায় নতুন উপাদান যোগ করেন ঢাকার অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল। তিনি বলেছেন, ৭ জুন রাতে ক্লাবে আসবাবপত্র ভাঙচুর করেছেন পরীমনি। এরই মধ্যে পরীমনির ক্লাবে প্রবেশ ও বের হওয়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে। ওই ক্লাবের বেশ কজন কর্মচারীও পরীমনির ভাঙচুরের বিষয়টি গণমাধ্যমের সামনে বলেছেন। তবে এই অভিযোগের জবাবে প্রথম দিনই পরীমনি জানিয়েছিলেন, এত দিন পরে এ ধরনের অভিযোগ মামলা ভিন্ন খাতে নেওয়ার পাঁয়তারা।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২২ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ