শুক্রবার, জানুয়ারি ২৪ ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্রাজিলে

সাইবারবার্তা ডেস্ক: তাৎক্ষণিকভাবে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটস অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্রাজিলে। হোয়াটস অ্যাপ ব্যবহারে শীর্ষ ১০টি দেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে অর্থ্যাৎ ১০ নম্বরে আছে যুক্তরাষ্ট্র।সম্প্রতি জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।স্ট্যাটিস্টা বলছে, ব্রাজিলের শতকরা ৯৮ শতাংশ নাগরিক ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম তথা তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের মাধ্যম হিসেবে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন।

 

 

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ধাপে ১০টি দেশের নাগরিকদের মাঝে এ জরিপ পরিচালনা করে স্ট্যাটিস্টা। ১৮ থেকে ৬৪ বছর বয়সী মোট ১৭ হাজার ৭৫৮ জন ইন্টারনেট ব্যবহারকারীর কাছে এ বিষয়ে তথ্য জানতে চায় প্রতিষ্ঠানটি।

৯৮ শতাংশ ব্যবহারকারী নিয়ে শীর্ষ দেশ ব্রাজিলের পরেই আছে স্পেন ও ইতালি। দেশ দুইটিতে ৯৬ শতাংশই হোয়াটস অ্যাপ ব্যবহার করেন।তালিকার পরের দেশগুলোতে আছে সুইজারল্যান্ড (৯৪%), জার্মানি (৯২%), রাশিয়া (৮৯%), যুক্তরাজ্য (৮১%), ফ্রান্স (৬২%) ও সুইডেন (৪২%)। আর ১০ নম্বর দেশ হিসেবে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মাত্র ২৫ শতাংশ হোয়াটস অ্যাপ ব্যবহার করেন।২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সার্চ ইঞ্জিন ইয়াহু এর সাবেক দুই কর্মকর্তা ব্রেইন একটন ও জ্যান কমের হাত ধরে যাত্রা শুরু করে হোয়াটস অ্যাপ। চালু হওয়ার অল্প দিনের মধ্যেই প্রযুক্তি ও স্টার্ট আপ জগতে আলোড়ন তৈরি করে হোয়াটস অ্যাপ। গুগলের মতো টেক জায়ান্ট এটি কিনতে চেয়েও ব্যর্থ হয় সেসময়। পরবর্তী সময়ে ২০১৪ সালে ১৯ বিলিয়ন ডলারে হোয়াটস অ্যাপ কিনে নেয় ফেসবুক।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২১ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ