রবিবার, মে ১৯ ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

৫০ বিলিয়ন ডলার মূল্য বৃদ্ধি টেসলার

সাইবারবার্তা ডেস্ক: মাইক্রোচিপ এবং যন্ত্রাংশ সঙ্কটের ধাক্কা যেখানে গোটা অটোমোবিল শিল্পে এসে লেগেছে সেখানে রেকর্ড সংখ্যক গাড়ি ডেলিভারির ঘোষণা দিয়েছে টেসলা। আর এতে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়ায় এক ধাক্কায় প্রতিষ্ঠানটি বাজার মূল্য ৫০ বিলিয়ন ডলারেরও বেশি বাড়িয়ে নেওয়ার পথে এগুচ্ছে।

 

প্রাক-বাজার লেনদেনেই এই গাড়ি নির্মাতার শেয়ার মূল্য বেড়েছে শতকরা ৮ ভাগের বেশি, যা টেসলার শেয়ারকে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

 

গত শুক্রবারেই প্রতিষ্ঠানটি জানায় যে, টেসলার মডেল ওয়াই, যা এই ব্র্যান্ডের ক্রসওভার মডেল বলে পরিচিত, সেটি চীনে ব্যপক সমাদৃত হওয়ায় প্রতিষ্ঠানটি চীনে তার পূর্ণ উৎপাদন ক্ষমতায় যাওয়ার উদ্যোগ নিচ্ছে।

 

আগের বছরের শেষ প্রান্তিকের প্রায় সমান সংখ্যক গাড়ি বছরে প্রথম প্রন্তিকেও উৎপাদন করতে পারার বিষয়টি চলতি পরিস্থিতিতে অন্যান্য গাড়ি নির্মাতার ভীড়ে টেসলাকে আলাদা চেহারা দেয় বলে উঠে এসেছে জেপি মরাগ্যান বিশ্লেষকদের এক নোটে।

 

বাজারে অন্যান্য বড় প্রতিদ্বন্দ্বী যেমন টয়োটা, ফোক্সভাগেন এবং জেনারেল মোটর্সের তুলনায় উৎপাদন ক্ষমতা স্রেফ একটি ভগ্নাংশ হলেও শেয়ার মূল্য বাড়ার ফলে প্রধান নির্বাহী ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ গত এক বছরে আট গুণের বেশি হয়েছে।

 

২০২১ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী প্রায় এক লাখ ৭৭ হাজার গাড়ি সরবরাহরে অনুমান ছিল টেসলার। প্রতিষ্ঠানটি সেটি ছাপিয়ে প্রায় এক লাখ ৮৫ হাজার গাড়ি সরবরাহ করেছে।

 

(সাইবারবার্তা.কম/এন‌টি/এমএ/৬ এ‌প্রিল ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ