রবিবার, মে ১৯ ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

২ সপ্তাহ বন্ধ থাকছে রাইড শেয়ারিং সেবা

সাইবারবার্তা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় মোটর সাইকেলে রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বুধবার এক চিঠিতে রাইড শেয়ারিং সেবার কোম্পানিগুলোকে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পাশাপাশি অন্যান্য মোটরযানে রাইড শেয়ারিং সেবার ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।

 

সংক্রমণ নিয়ন্ত্রণে গত বছরের মার্চের শেষে সব যানবাহনের মত রাইড শেয়ারিং সেবাও বন্ধ রাখা হয়েছিল। ৩১ মের পর বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হলেও রাইড শেয়ারিং সেবা শুরুর অনুমতি দেওয়া হয়েছিল আরও পরে।

এ বছর মার্চ থেকে আবার সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ জারি করল সরকার।  সৌজন্যে: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/১ এপ্রিল,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ