শনিবার, মে ১৮ ২০২৪ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

লকডাউনে তাঞ্জানিয়ায় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ৯৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: লকডাউনে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ব্যাপক হারে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এরমধ্যে আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ৯৩ শতাংশ।

 

সেখানে অতিমারি করোনাভাইরাসের আগে দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১ কোটি ৫০ লাখ। তবে এখন সেখানে ২ কোটি ৯০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। শুধু তাঞ্জানিয়া নয়, পৃথিবীর অনেক দেশেই এভাবে ইন্টারনেট ব্যবহার বেড়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছরে যত সংখ্যক ব্যবহারকারী প্রযুক্তি জগতে আসবে বলে ধারণা করা হচ্ছিল, তার চেয়ে বেশি ব্যবহারকারী এরই মধ্যে ক্ষেত্রটিতে প্রবেশ করেছে। এই পরিস্থিতিকে ‘প্রযুক্তির বিস্ফোরণ’বলেও উল্লেখ করছেন কেউ কেউ।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ