সোমবার, নভেম্বর ৪ ২০২৪ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বুটেক্সে ভর্তি আবেদন শুরু ৫ এপ্রিল, আসন ৬০০

সাইবারবার্তা ডেস্ক: আগামী ৫ এপ্রিল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদী ইএসসিইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১ এর ভর্তি আবেদন শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে এ অবেদন শুরু হয়ে চলবে আগামী ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১৮ জুন দুই ঘন্টাব্যাপী লিখিত টাইপ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, এবার বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে সর্বমোট ৬০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনকারীদের প্রথমে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। পরে যোগ্যপ্রার্থীরা ৮০০ টাকা ফি দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

আগামী ২৪ মে থেকে জুন পর্যন্ত আবেদনকারী ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৮ জুন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে। সৌজ‌ন্যে: দি রাই‌জিং ক‌্যাম্পাস

(সাইবারবার্তা.কম/এন‌টি/এমএ/৪ এ‌প্রিল ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ