মঙ্গলবার, এপ্রিল ৩০ ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধরিত্রী দিবস’ উপলক্ষে অ্যানিমেটেড বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।

সাইবারবার্তা ডেস্ক:বিশেষ কোনো দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ডুডল তৈরি করে থাকে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল। ‘বিশ্ব ধরিত্রী দিবস’ উপলক্ষে অ্যানিমেটেড বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। এবারের ডুডলের মাধ্যমে মূলত বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার গুগলের হোম পেজে বিশ্ব ধরিত্রী দিবসের শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।

 

গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেটেড ভিডিও। এতে ক্লিক করলে দেখা যাচ্ছে, একজন নারী একটি চারা গাছ রোপণ করছেন। বয়সের সঙ্গে তিনি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন আর চারা গাছটি একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। এরপর পরবর্তী প্রজন্মের এক শিশুর কাছে আরেকটি চারা গাছ দিয়ে যাচ্ছেন ওই নারী। রোপণ করলে সেটিও একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে এ পৃথিবী একসময় সবুজে ভরে উঠছে।

 

পরিবেশ সুরক্ষার ধারণার ওপর গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা শুরু হয়।

 

সৌজ‌ন্যে: প্রথম আ‌লো

 

(সাইবারবার্তা.কম/এন‌টি/আইআই ২৩ ই এ‌প্রিল ২০২১)

 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ