সোমবার, নভেম্বর ৪ ২০২৪ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জানুয়ারিতে চালু হবে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম: প্রতিমন্ত্রী

জুনাইদ আহমেদ বলেন, স্টার্টআপ সংস্কৃতির বিকাশে সরকারের নানা উদ্যোগের কারণে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। আইসিটি বিভাগের উদ্যোগে আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপগুলোকে অনুদান দেওয়া হচ্ছে।

 

দেশে ডিজিটাল অর্থনীতি গড়ে উঠছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ৩৯টি হাইটেক পার্কের মধ্যে ৮টিতে বিনিয়োগকারীরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ৫টিতে ১২০টি প্রতিষ্ঠান ৩২৭ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং ১৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। হাইটেক পার্কগুলোর নির্মাণকাজ শেষ হলে ৩ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে এবং ২০২৫ সালের মধ্যে পার্কগুলোতে ২ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

 

জুনাইদ আহমেদ বলেন, ওয়েবসাইট ডেভেলপ ও মার্কেটিং করার জন্য দেশের ২ হাজার ছোট ছোট নারী উদ্যোক্তাদের অফেরতযোগ্য ৫০ হাজার করে টাকা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২১ নভেম্বর  ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ