শুক্রবার, মে ১৭ ২০২৪ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ক্রিপ্টোকারেন্সির রেকর্ড মূল্যপতন

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: চীনের লাগাম টানায় দ্রুত ছন্দপতন ঘটছে বর্ধনশীল ক্রিপ্টোকারেন্সির বাজারে। দেশটিতে বিটকয়েন ট্রেডিং এবং মাইনিংয়ের উপর এক মাস আগে চালু করা বিধিনিষেধ আরও কঠোর করার ফলে গত মাসে এর মূল্য কমে যায় শতকরা ছয় ভাগের বেশি।

 

এর ফলে এই মুদ্রার মূল্য গত জানুয়ারির পর সর্বনিম্নে পৌঁছেছে। একমাসে প্রধান ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোয় লেনদেনে পতন হয়েছে শতকরা ৪০ ভাগেরও বেশি। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্রিপ্টোকম্পেয়ার জানিয়েছে, গেল জুনে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোতে প্রত্যক্ষ লেনদেন কমেছে শতকরা ৪২.৭ শতাংশ। লেনদেন হয়েছে দুই লাখ ৭০ হাজার কোটি ডলার। আর পরোক্ষ ভাবে শতকরা ৪০.৭ শতাংশ কমে বাজার আকার দাঁড়িয়েছে তিন লাখ ২০ হাজার কোটি ডলারে।

 

বস্তুত দ্রুত বর্ধনশীল এই খাতে লাগাম পরানোর লক্ষ্যে বেইজিংয়ের নেওয়া পদক্ষেপের পর মে মাসেই এর মূল্য শতকরা ৩৫ ভাগ কমে যায়। এর পর ক্রিপ্টো বাণিজ্যে মূল্যের তীব্র ওঠানামার মধ্যেও এর লেনদেনের আকার ক্রমশ বাড়ছিল।

 

বিশ্বজুড়ে নিয়ন্ত্রকদের রোষানলে পড়লেও প্রধান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। যদিও এর লেনদেনের আকার জুন মাসে শতকরা ৫৬ ভাগ কমে ৬৬ হাজার আটশ’ কোটি ডলারে নেমে এসেছে বলে জানিয়েছে ক্রিপ্টোকম্পেয়ার।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ