রবিবার, এপ্রিল ২৮ ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কলেজছাত্রীর ছবি দিয়ে ভুয়া আইডি খুলে ফেসবুকে প্রতারণা,আটক ২

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রথম আলোকে বলেন, অভিযুক্ত দুই ছাত্র শহরের উপশহর এলাকার এক কলেজছাত্রীর ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খোলে। এরপর ওই আইডি দিয়ে বিভিন্ন ছেলের সঙ্গে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নিত।

 

কিছুদিন আগে এক আত্মীয়ের মাধ্যমে উপশহর এলাকার ওই কলেজছাত্রী তার ছবি ব্যবহার করে ফেসবুকে খোলা ভুয়া আইডির কথা জানতে পারে। এরপর ওই আইডি ডিলিট করে দেওয়ার অনুরোধ জানালে মেয়েটির কাছে ১৫ হাজার টাকা দাবি করে অভিযুক্ত দুজন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৪০ টাকা পাঠালে বাকি টাকার জন্য চাপ দেয় তারা।

 

এসআই সোহেল রানা বলেন, একপর্যায়ে মেয়েটি তার অভিভাবকের কাছে ঘটনাটি জানায়। পরে ওই ছাত্রীর মামা বাদী হয়ে বৃহস্পতিবার দুই ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১০ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ