শনিবার, অক্টোবর ১২ ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - শরৎকাল | ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এইচএমডি গ্লোবাল ও নোকিয়া ছাড়ার ঘোষণা দিলেন জুহো সারভিকাস

সাইবারবার্তা ডেস্ক: এইচএমডি গ্লোবালের প্রধান পণ্য কর্মকর্তা জুহো সারভিকাস চাকরি থেকে অব্যহতি নেয়ার ঘোষণা দিয়েছেন। প্রায় ১৫ বছর ধরে তিনি নোকিয়া ও এইচএমডি’র সাথে ছিলেন। ২০২০ সালের জুনে তিনি এইচএমডির উত্তর আমেরিকা ব্যবসায়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন।

তিনি বিভিন্ন অপারেটর ও ইকোসিস্টেম অংশীদারদের সাথে সম্পর্ক উন্নয়ন ও নোকিয়ার পণ্য তালিকা বৃদ্ধির দায়িত্ব পালন করে আসছেন।

সারভিকাস এখনও তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেননি। কোম্পানি ছাড়ার আগে আগামী ৮ এপ্রিল শেষবারের মতো নোকিয়ার নতুন স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা সেটিও এখন পরিস্কার নয়।

আগামী ৮ এপ্রিলের অনুষ্ঠানে নোকিয়ার নতুন তিন স্মার্টফোন জি১০, এক্স১০ এবং এক্স২০ উন্মোচন হতে পারে। এইচএমডি এখনও ফোনগুলো সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

সৌজন্যে: ডিজিবাংলা

(সাইবারবার্তা.কম/জেডআই/২৮মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ