বৃহস্পতিবার, মে ২ ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: এবারই প্রথম দেশের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে হংকং থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনের আয়োজক বাংলাদেশ। ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, ফিনটেকসহ নানা বিষয় উঠে আসবে এবারের অলিম্পিয়াডে।  উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অভিজ্ঞ সব তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ ও প্রফেশনালরা।

 

এবারের আয়োজনে ফিনটেক ইনফ্লুয়েন্সার কনসেনসিসের এপিএসি ব্যবস্থাপনা পরিচালক চার্লস ডি’হাউসি “সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি” শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। কনসেনসিস বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্লকচেইন সফটওয়্যার প্রতিষ্ঠান যারা ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। মি: চার্লস ফিনটেক শিল্পের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং এশিয়ার শীর্ষ -৫০ ফিনটেক প্রভাবক হিসাবে নির্বাচিত হয়েছেন।

 

চার্লস এর আগে হংকং সরকারের InvestHK প্রকল্পের একটি অংশ হিসেবে ফিনটেকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি হংকং ফিনটেক সপ্তাহের নেতৃত্ব দিয়েছিলেন যা ৪৫০ টিরও বেশি ফিনটেক কোম্পানির বৃদ্ধিকে সমর্থন করেছিল। ৮ই অক্টোবর ২০২১, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮:৩০ (GMT +৬:০০) -এ উক্ত সেমিনারটি IBCOL এর ওয়েবাইসাইট (https://ibcol2021.com) -এই ঠিকানায় বিশ্বব্যাপী সকল অংশগ্রহণকারী এবং দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

 

এছাড়াও, ব্লকচেইন টেকনোলজি বিষয়ক আমেরিকান লেখক মি: ডেভিড সীগেল আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি বিশ্বের প্রথম ওয়েব ডিজাইনার যিনি ১৯৯৪ সালে সান ফ্রান্সিসকোতে প্রথম ডিজিটাল এজেন্সিগুলির মধ্যে একটি শুরু করেছিলেন। তিনি বর্তমানে লন্ডনের একটি অলাভজনক প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি স্টার্টআপে নেতৃত্ব দিচ্ছেন। মি: সীগেল চারটি বইয়ের রচয়িতা যা ব্যবস্থাপনা এবং প্রযুক্তির মেলবন্ধন অন্বেষণ করে। লিডার্স ইন দ্যা শ্যাডো, ইনোভেশন মিথস অ্যান্ড মিথসটেকস, নিউইয়র্ক প্র্যাকটিস, পুল, ভিক্টোরিয়াস ভয়েস, ফোর্সেস অব চেঞ্জ তারই বিখ্যাত বই। তিনি আগামী ১০ই অক্টোবর, রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ৮:০০ টা (GMT + ৬.০০) পর্যন্ত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনটিও IBCOL এর ওয়েবাইসাইট (https://ibcol2021.com) -এই ঠিকানায় নির্ধারিত সময়ে ভিজিট করে দেখার সুযোগ থাকছে।

 

“আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” একটি ব্লকচেইন প্রযুক্তি ভিত্তিক বৈশ্বিক প্রতিযোগিতা যেখানে বিশ্বব্যাপী শিক্ষার্থীরা উদ্ভাবনী বিষয়ে প্রতিযোগিতা করে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বছরে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক হতে পারা বাংলাদেশের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন “আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” এর চেয়ারম্যান এবং টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম।

আগামী ৬ অক্টোবর ২০২১, বুধবার “আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১” নিয়ে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৫ অক্টোবর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ