শুক্রবার, মে ৩ ২০২৪ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিমের নামে ফেসবুকে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিমের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

 

প্রতারক চক্র আমিনুল হাকিমের পরিচিতজনদের বন্ধু তালিকায় যুক্ত হওয়ার অনুরোধ জানাচ্ছে এবং অনেকের কাছে টাকা চাইছে।

 

একজন জানিয়েছেন, তাকে আমিনুল হাকিম নামে একটি ফেসবুক আইডি থেকে মেসেজ পাঠিয়ে বলা হয়, ‘আমার মানিবেক (মানিব্যাগ) পকেট মাইরা নিছে গাও ফোনে চাজ ও নাই অনেক বড় সমস্যা পারছি কিছু টাকা হবে কি আমি একটু পরে দিয়ে দিতাছি..?’

 

 

সোমবার সন্ধ্যায় আইএসপিএবি সভাপতি তার ব্যবহৃত ফেসবুক পোস্টে জানান, তার নামে ভুয়া একাউন্ট খুলে কেউ একজন বিভিন্নজনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং মেসেঞ্জারে সবার কাছে টাকা চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন।

 

(সাইবারবার্তা.কম/এমএ/৩মে২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ