শুক্রবার, জানুয়ারি ২৪ ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

‌‌‘প্রবাসী’ অ্যাপ উন্মুক্ত

সাইবারবার্তা ডেস্ক: বিশ্বের যে কোন প্রান্তে থাকা স্থায়ী বা অস্থায়ী প্রবাসী বাংলাদেশী শ্রমিক, ছাত্র , চাকরিজীবী, ব্যবসায়ীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন, প্রবাস জীবনের যেকোনো জিজ্ঞাসা অথবা সরাসরি অভিজ্ঞতা সম্পন্ন প্রবাসীদের কাছ থেকে সেবা নেয়ার এক অনন্য মাধ্যম “প্রবাসী” অ্যাপ।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী অ্যাপসটির উদ্বোধন করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসীদের সহজে ও স্বাচ্ছন্দ্যে সেবা নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে। কারণ, প্রযুক্তি শুধু স্বচ্ছতাই সৃষ্টি করে না, সময় ও অর্থেরও সাশ্রয় করে। এ ক্ষেত্রে প্রবাসী অ্যাপ, প্রবাসীদের জন্য নতুন দুয়ার উন্মোচন করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্টার্টআপ প্রকল্পের এডভাইজার টিনা এফ জাবিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের আসিফ ইব্রাহিম। প্রবাসীর প্রধান নিবাহী কানিজ ফাতেমা।

উল্লেখ্য, প্রতি বছর প্রায় ৫ লাখের ও বেশি মানুষ কাজ ও গুণগত জীবনযাত্রার আশায় পাড়ি জমায় বিদেশের মাটিতে। আর প্রায় ২৪ হাজার শিক্ষার্থী ছেড়ে চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে । এছাড়া প্রায় ৭৫ লক্ষের ও বেশি প্রবাসী তো রয়েছেই পুরো পৃথিবী জুড়ে। বিদেশ যাত্রার এই পুরো প্রক্রিয়াটিতে বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া অথবা এজেন্ট এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আমাদের যেমন সহায়তা করে আবার অনেক সময় তৈরি করে বিড়ম্বনা, বয়ে আনে ক্ষতি! ডিজিটাল মিডিয়ার অসংখ্য তথ্যের ভিড়ে আসল তথ্য যাচাই করাও একটা কঠিন কাজ। এ কঠিক কাজটিই করে থাকবেন প্রবাসী।  সৌজন্যে: ডিজিবাংলা

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/৩১মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ