বৃহস্পতিবার, জানুয়ারি ১৬ ২০২৫ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

৩৩৩ খাদ্য সহায়তায় বরাদ্দ শত কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: নিম্ন আয়ের মানুষে জন্য মঙ্গলবার ৩ হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একটি হলো ৩৩৩ নম্বরে জরুরি খ্যাদ্য সহায়তা।

 

তথ্য ও সেবা সবসময় প্রত্যয়ে চালু ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেতে এই নম্বরের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে ১০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩৩-নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা।

 

প্রসঙ্গত, জাতীয় কল সেন্টার ৩৩৩ এ কল করলেই খাদ্য কষ্টে থাকা মানুষরা পাবেন খাদ্য সহায়তা। বিগত তিন বছরে ৩৩৩ এর মাধ্যমে এক কোটি একাশি লক্ষ মানুষের কাছে সেবা পৌঁছে দেয়া হয়েছে।

 

এর আগে মহামারির ধাক্কা সামলে দেশের অর্থনীতি যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য ২৩টি প্রণোদনা প্যাকেজের আওতায় সোয়া লাখ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছিল সরকার। তার সঙ্গে এবার নতুন এই পাঁচটি প্যাকেজ যুক্ত হওয়ায় মোট সহায়তার পরিমাণ এক লাখ ৩১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ