রবিবার, জানুয়ারি ১৯ ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

২০৩০ সালের মধ্যে উচ্চগতির ইন্টারনেট দেশের সব বিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: আগামী বছর থেকেই প্রাথমিকে কোডিং শিক্ষা চালু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিঢ় ভাবে কাজ করছে আইসিটি বিভাগ। শিগগিরি আইটিইউ এবং ইউনিসেফের সহযোগিতায় শুরু করতে যাচ্ছে ‘আওয়ার অব কোড’ প্রশিক্ষণ। একইসঙ্গে দেশের মেয়েদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে আইটিইউ এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের এর সহযোগিতায় তাদেরকে স্টেম শিক্ষায় অনুবর্তিত করতে কাজ করছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

মঙ্গলবার ‘গার্লস ইন টেক ডে বাংলাদেশ’ অনুষ্ঠানে দেয়া উদ্বোধনী বক্তব্যে এসব তথ্য জানান তিনি। তরুণদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে আইসিটি বিভাগ ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

দেশজুড়ে ৩৫ হাজার আধুনিক ডিজিটাল ল্যাব স্থাপনের কথা জানিয়ে ২০৩০ সালের মধ্যে দেশের প্রতিটি বিদ্যালয় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারেনেটে সংযুক্ত হবে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।

 

তিনি বলেন, ডিজিটাল কানেক্টিভিবি প্রকল্পের অধীনে আগামী ২০৩০ সালের মধ্যে দেশের এক লাখ ৭০ হাজার স্কুল ফাইবার অপটিক্যাল হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটিতে যুক্ত হবে। ডিজিটালি কেউ যেন পিছিয়ে না থাকে এ জন্য হাতে নেয়া হয়েছে গার্লস ইন আইসিটি প্রোগ্রাম, জব অপারচুনিটি অ্যান্ড এমপাওয়াম্যান্ট। লিঙ্গ বৈষম্য কমাতে ডিজিটাল সাম্য প্রতিষ্ঠায় কাজ করছে।

 

এছাড়াও ইতোমধ্যেই যে ১১ লাখ শিক্ষার্থী আইসিটি বিভাগের ‘মুক্তপাঠ’ব্যবহার করেছে এর মধ্যে ৩ লাখ ২০ হাজার জনই মেয়ে বলে জানান প্রতিমন্ত্রী। একইসঙ্গে ডিজিটাল লিঙ্গ বৈষম্য রোধে আইসিটি বিভাগের নেয়া বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের এশিয়া প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর সুকু কণ্ডা।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৯ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ