সাইবারবার্তা ডেস্ক: তথ্যসেবার ৩৩৩ নম্বর থেকে বিগত ৪ বছরে মোট ৩ কোটি ৯৬ লাখ মানুষ সেবা নিয়েছে। জরুরী খাদ্য সহায়তা ছাড়াও শারীরি দূরত্ব বজায় রেখে বিগত ১৫ মাসে আইসিটি বিভাগের ডক্টরস পুলের মাধ্যমে দেশের ৪০ লাখ মানুষ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।
রবিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুজিববর্ষের উপহার হিসেবে সিংড়া উপজেলায় ভূমিহীনদের মাঝে ঘর বরাদ্দ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে দেয়া বক্তব্যে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বক্তব্যে জরুরী প্রয়োজন ছাড়া হাসপাতালে না গিয়ে ঘরে বসেই সকলকে টেলিমেডিসিন সেবা গ্রহণে আহ্বান জানান প্রতিমন্ত্রী।এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন তিনি।
(সাইবারবার্তা.কম/আইআই/২০ জুন ২০২১)