বৃহস্পতিবার, অক্টোবর ২৪ ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ২০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

স্মার্টফোন পানিতে ভিজে গেলে যা করবেন?

সাইবারবার্তা ডেস্ক: স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। সব সময়ই আমাদের সঙ্গেই থাকে। কিন্তু বৃষ্টিতে বা যেকোনোভাবে এটি ভিজে যেতে পারে।

 

ফোন পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ যত বেশি তরল পদার্থ থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ৷

 

বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে ৷ এতে ফোনে থাকা সমস্ত ডেটা নষ্ট হয়ে যায় ৷

 

ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভেতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনো ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন ৷

 

সিম কার্ডও বের করে রাখুন ৷ এরপর ফোনের ভেতর ভালো করে মুছে ফেলুন ৷ তারপর সিম কার্ড ইনসার্ট করুন ৷ ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন ৷

 

ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না ৷ হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলো গলে যেতে পারে ৷

 

এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন ৷ যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে ৷

 

সৌজন্যে: জাগো নিউজ

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/৩১ মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ