মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

স্ন্যাপের অগমেন্টেড রিয়েলিটি এফেক্ট দেখাতে পারবে কোনো স্মার্টফোন ক্যামেরা ছাড়াই

সাইবারবার্তা ডেস্ক:অগমেন্টেড রিয়েলিটি এফেক্টস সমর্থন করবে এমন এক জোড়া বিল্ট-ইন ডিসপ্লে নিয়ে আসতে পারে স্ন্যাপ। প্রতিষ্ঠানটি আগেও হার্ডওয়্যার বানিয়েছে, বিভিন্ন সংস্করণের ‘স্পেকটাকলস স্মার্ট গ্লাসেস’ বা স্মর্ট গ্লাসযুক্ত চশমা তৈরি করেছে।

 

 

ইনফরমেশনের প্রতিবেদন বলছে, স্ন্যাপের পরবর্তী প্রজন্মের এই ‘চশমা’ অগমেন্টেড রিয়েলিটি এফেক্ট দেখাতে পারবে কোনো স্মার্টফোন ক্যামেরা ছাড়াই। আপাতত সাধারণ ব্যবহারকারীদের জন্য গ্লাসটি আনছে না স্ন্যাপ। ডেভেলপার ও নির্মাতাদের লক্ষ্য করে এটি তৈরি করছে তারা।

ধারণা করা হচ্ছে, মে মাসে ডেভেলপার কনফারেন্সে ‘এআর স্পেকটাকলসে’র ব্যাপারে ঘোষণা দেবে স্ন্যাপ।

 

 

স্ন্যাপের প্রতিষ্ঠাতারা আগেই এআর গ্লাসের ব্যাপারে জানিয়েছিলেন। ফলে একে হয়তো বড় মাপের কোনো চমক বলা চলে না। তবে, মে মাসে স্ন্যাপের স্পেকটাকলসের সংস্করণ আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। এটি প্রতিষ্ঠানটিকে পরিধেয় প্রযুক্তি নিয়ে কাজ করা অন্যান্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে নিতে পারে।

বর্তমানে ফেইসবুক, অ্যাপল এবং পোকিমন গো ডেভেলপার নিয়ানটিক এআর গ্লাস প্রযুক্তি নিয়ে কাজ করছে।

 

 

এআর গ্লাস ছাড়াও সেলফি ড্রোন বানাতে চাইছে স্ন্যাপ। এ ব্যাপারে পরিকল্পনা আগেই করে রেখেছিল প্রতিষ্ঠানটি। এবার সে পরিকল্পনা অনুসারে ফের কাজ শুরু করছে তারা। শোনা যাচ্ছে, এ কাজের জন্য জিরো জিরো রোবোটিক্স নামের একটি প্রতিষ্ঠানে দুই কোটি ডলার বিনিয়োগ করেছে স্ন্যাপ। ফোল্ডিং ক্যামেরা ড্রোন তৈরির অভিজ্ঞতা রয়েছে জিরো জিরো রোবোটিক্সের।

 

 

এর আগে ২০১৭ সালে রোবোটিক্স ভিত্তিক স্টার্টআপটিকে কিনে নিতে চেয়েছিল স্ন্যাপ। আগামীতে প্রতিষ্ঠানটি সেলফি ড্রোন বিক্রি শুরু করবে কি না তা এখনও পরিষ্কার নয়। সৌজ‌ন্যে: বি‌ডি‌ নিউজ ২৪.কম

 

সাইবারবার্তা.কম/এন‌টি/জেডআই/১এ‌প্রিল ২০২১

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ