সাইবারবার্তা ডেস্ক: অন্যান্য অ্যাপল আর্কেড গেইমের মতো বাড়তি প্ল্যাটফর্মে আসছে ‘লেগো বিল্ডার্স জার্নি’ গেইমটিও। জুনের ২২ তারিখেই পিসির স্টিম ও এপিক গেইমস স্টোর এবং নিনটেনডো সুইচে হাজির হবে গেইমটি। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, গেইমে চরিত্র উন্নয়নে সহায়তা করতে লেগো ব্রিক দিয়ে পথ তৈরি করতে হবে। এর নকশা এবং সমমানের দৃষ্টিভঙ্গি গেইমারকে মনুমেন্ট ভ্যালি গেইমটির কথা মনে করিয়ে দেবে।
গেইমটি তৈরি করেছে লাইট ব্রিক। এটি শুরুতে অভ্যন্তরীন এক লেগো স্টুডিও ছিল। পরে গত বছর এটি মূল প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে যাত্রা শুরু করে। এর পিসি সংস্করণে আরও উল্লেখযোগ্য দৃশ্যমান আপডেটের দেখা মিলবে। ধাঁধা সমাধান নির্ভর গেইম লেগো বিল্ডার্স জার্নি। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, লেগো মার্ভেল সুপার হিরো’স এবং স্টার ওয়ার্স টাইটেলের মতো অন্যান্য লেগো ব্র্যান্ডের গেইমগুলোও অনেক বেশি উপভোগ্য।
(সাইবারবার্তা.কম/আইআই/২ জুন ২০২১)