বৃহস্পতিবার, মার্চ ২৭ ২০২৫ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

‘সুযোগ প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

সাইবারবার্তা ডেস্ক:আইসশ্যালের ‘সুযোগ প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক। শনিবার অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন।

 

 

সুযোগ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম; যা বাংলাদেশের ১০০ মিলিয়ন বিওপি জনগোষ্ঠীকে দক্ষতা বাড়ানোর মাধ্যমে শোভন উপার্জনের সুবিধার আওতায় নিয়ে আসতে পারবে। সুযোগ নতুন উদ্যোক্তা তৈরি করবে, একইসঙ্গে তাদের ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় নিয়ে আসবে।

 

 

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালে এসে সাড়ে ১১ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছে। ফলে আইসশ্যালের কল্যাণী ও সুকর্মী বাহিনী, যারা সারদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা ইন্টারনেট নির্ভর সেবা ও প্রশিক্ষণ বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারছেন। আমি নিজে বিভিন্ন সময় দেখেছি কীভাবে এসব নারী উদ্যোক্তারা একটি সামাজিক বিপ্লবে নেতৃত্ব দিচ্ছেন। এবার ডিজিটাল বাংলাদেশের ভিশন হিসেবে তাদের একীভূত করার জন্য কাজ করা হচ্ছে।

 

 

তিনি বলেন, আমরা আইসিটি বিভাগ সবসময়ই অংশীদারিত্বে বিশ্বাস করি। আমরা প্রাইভেট পাবলিক ও পার্টনারশিপের ভিত্তিতে নতুন নতুন উদ্যোগ সফল করতে চাই। আমি বিশ্বাস করি আমরা সরকার, বেসরকারিখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় যদি সঠিকভাবে কাজ করতে পারি, তাহলে অনেক বড় বড় উদ্যোগ সফল করতে পারব। এসময় প্রতিমন্ত্রী আইসশ্যালের সিইও অনন্য রায়হানকে ধন্যবাদ জানান তারুণ্যের মেধাবী শক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।

 

 

সুযোগ প্ল্যাটফর্মের ম্যানেজিং ডিরেক্টর বিপাশা হোসেন সুযোগের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আফতাবুল ইসলাম, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী, বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও টিনা জাবিন।

 

 

(সাইবারবার্তা.কম/আইআই/৪ই  মে,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ