শনিবার, জানুয়ারি ২৫ ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী করতে ক্যাম্পিং

সাইবারবার্তা ডেস্ক: শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহী করতে স্কুল-কলেজে ক্যাম্পিং করবে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব)।  কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি সফল করতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ফ্রিল্যান্সারদের সঙ্গে ত্রিপাক্ষিক মতবিনিময় সভা করেছে সংগঠনটি।

 

 

রাজধানীর মিরপুর ডিওএইচে ফ্যাব’র কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সভা শেষে করোনা মহামারি থেকে বিশ্ববাসীকে রক্ষায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

ফ্যাব’র আহ্বায়ক ডা. তানজিবা রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জয়, মাহফুজুর রহমান, নাছির উদ্দিন, মাহমুদুর রহমান, শাহনুর শরীফ, জহির ইকবাল, তবিবুর রহমান ও আহসান হাবীবসহ সদস্যরা।

 

 

ত্রিপাক্ষিক মতবিনিময় সভায় যোগ দেন, ফুলকি স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুজ্জামান ও উপদেষ্টা অশোকেশ রায়, পপুলার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, বি.এম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, নলেজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আল আমিন, অক্সফোর্ড গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আলম, ধানসিঁড়ি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল হক, আদর্শ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভির আহম্মেদ, ওয়েমাক গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহাব আহম্মেদ প্রমুখ।

 

 

(সাইবারবার্তা.কম/আইআই/১০ই মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ