সাইবারবার্তা ডেস্ক: অন্যরা আড়াই শতাংশ ছাড় পেলেও মোবাইল ফোনে আর্থিক সেবার কোম্পানিগুলোকে (এমএফএস) করপোরেট কর দিতে হবে আগের চেয়ে ৪ শতাংশ বেশি। আর অনিবন্ধতি কোম্পানি হলে এই হার হবে দ্বিগুণ।
২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুযায়ী, তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে সাড়ে ৩৭ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানিকে ৪০ শতাংশ কর্পোরেট কর দিতে হবে।
করপোরেট করহার বাড়ানোর প্রস্তাব করার পাশাপাশি এমএফএসে অর্থ লেনদেন বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে বাজেটে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটে যেসব ক্ষেত্রে অর্থ পরিশোধে ব্যাংক ট্রান্সফারের বাধ্যবাধকতা রয়েছে, সেসব ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি এমএফএসের মাধ্যমে লেনদেন করার বাধ্যবাধকতা আরোপ করেছেন অর্থমন্ত্রী।
এছাড়াও ৫০ হাজার টাকার বেশি লেনদেনে তা ক্রসড চেক বা ব্যাংক ট্রান্সফার বা এমএফএসের মাধ্যমে সম্পাদন এবং সরবরাহ ও ঠিকাদারির বিল ব্যাংকিং বা এমএফএসের মাধ্যমে গ্রহণ করা না হলে প্রযোজ্য উৎসে কর হারের অতিরিক্ত ৫০ শতাংশ কেটে নেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে এখন এমএফএসের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ হাজার ৭৪৫ কোটি টাকা লেনদেন হয়।
(সাইবারবার্তা.কম/আইআই/৪ জুন ২০২১)