সোমবার, মার্চ ১৭ ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

মোবাইল গেম খেলতে নিষেধ করায় ৮ম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

সাইবারবার্তা ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইলে গেম খেলতে না দেওয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে রাফি নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রবিবার (৩০ মে) রাত ৯টার দিকে উল্লাপাড়া উপজেলায় দূর্গানগর ইউনিয়নে রাজমান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাফি উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের শাহ আলীর ছেলে।

 

 

সোমবার দুপুরে উল্লাপড়া থানার এসআই আসাদ জানান, মোবাইল গেম খেলতে নিষেধ করায় বাবা মায়ের উপর অভিমান করে রবিবার রাতে গ্যাস ট্যাবলেট খায় রাফি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, নিহতের বাবা-মায়ের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৩১ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ