শনিবার, জানুয়ারি ২৫ ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

ভারতে নতুন আইন: সব টেক কোম্পানি তথ্য দিলেও টুইটার চুপ

সাইবারবার্তা ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন আইন আইন মেনে গুগল, ফেইসবুক, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ তথ্য শেয়ার করলেও টুইটার কর্তৃপক্ষ তা করেননি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, টুইটারের পক্ষে এখনও ‘কমপ্লেনস অফিসার’ নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে কেন্দ্রকে অবহিত করা হয়নি।

 

 

গত বুধবার থেকে নতুন ডিজিটাল নজরদারি বিধি চালু হয়েছে ভারতে। যার আওতায় নেটমাধ্যমে প্রকাশিত যাবতীয় লেখালেখি এবং ভিডিওর উৎস কেন্দ্রকে জানাতে বাধ্য থাকবে হোয়াটসঅ্যাপ, ফেইসবুক, টুইটার, ইউটিউবের মতো সংস্থাগুলো। ওই বিধি মেনে কোম্পানিকে এক জন ‘কমপ্লেনস অফিসার’ নিয়োগ করতে হবে। সাইটে কোনও আপত্তিকর কনটেন্ট রয়েছে কি না, তা দেখার এবং প্রয়োজনে সরানোর দায়িত্বেই তিনি থাকবেন। ওই ‘কমপ্লেনস অফিসার’কে ভারতের নাগরিক হতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

 

 

টুইটার কর্তৃপক্ষ চলতি সপ্তাহেই নতুন আইন কার্যকরের জন্য ভারত সরকারের কাছে ৩ মাস সময় চেয়েছিল। কিন্তু তথ্যপ্রযুক্তি বিভাগ এ বিষয়ে কোনও সংস্থাকেই ১৫ দিনের বেশি সময় দিতে রাজি হয়নি। টুইটার এখনও প্রকাশ্যে নয়া ডিজিটাল বিধি মেনে চলার কথাও বলছে না। তিন মাস আগে জারি করা ওই নতুন নীতির একটি শর্তে বলা হয়েছে, কোনো তথ্য প্রথম কার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালো, কর্তৃপক্ষ চাইলে সোশাল মিডিয়া কোম্পানিকে তাকে চিহ্নিত করে দিতে হবে। অবশ্য আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বস্তুনিষ্ঠ অভিযোগ পেলে তখনই তথ্য দেওয়ার কথা বলা হয়েছে সেখানে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৩১ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ