মঙ্গলবার, জানুয়ারি ১৪ ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

ব্যাটারিতে বিপ্লব ঘটাতে যাচ্ছে শাওমি, কখনোই শেষ হবে না চার্জ

সাইবারবার্তা ডেস্ক:   চীনের রাইজিং স্টার শাওমি ফোনের ব্যাটারিতে বিপ্লব ঘটাতে যাচ্ছে। কোম্পানিটি এমন একটি ব্যাটারি তৈরি করছে যা ফোনের আয়ু বাড়িয়ে দেবে বহুক্ষণ। এই ব্যাটারি ব্যবহৃত হবে আপকামিং মি ১১ আল্টা মডেলের ফোনে।

জিএসএম এরিনার প্রতিবেদন বলছে ফোনটিতে শাওমির তৈরি নিজস্ব চিপ থাকবে। ২৯ মার্চ ডিভাইসটি বাজারে আসার কথা রয়েছে।

জিএসএম এরিনার প্রতিবেদন আরো বলছে, শাওমি ২৯ মার্চের ইভেন্ট তিন থেকে চারটি ভার্সনে মি ১১ মডেলের ফোন আনবে। এই ফোনের বড় চমক হচ্ছে এতে নতুন ধরনের লিকুইড লেন্স টেকনোলজি ব্যবহৃত হচ্ছে।

জানা গেছে, শাওমি তাদের নতুন ফোনে সিলিকন-অক্সিজেন অ্যানোড ব্যাটারি ব্যবহার করবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে আগের চেয়ে কম চার্জ ফুরাবে। ফোনটিতে এমন একটি চিপ ব্যবহার করা হচ্ছে যেটা ফোনটি কম চার্জ খরচ করে দ্রুতগতিতে কাজ করবে।

সম্প্রতি শাওমি তাদের নতুন ফোনের একটি টিজার প্রকাশ করেছে। টিজারে ফোনটির ব্যাটারি ও চিপের কথা উল্লেখ করা হয়েছে।

শাওমি বলছে, তাদের নতুন প্রযুক্তির ব্যাটারি হবে পাতলা, শক্তিশালী এবং দ্রুতগতির। শাওমি এই প্রযুক্তি ধার করেছে ‘নিউ এনার্জি ভেইকেল’ ধারণা থেকে। তারা ফোনটিতে গ্রাফাইটের পরিবর্তে সিলিকনের ক্ষুদ্র কণা ব্যবহার করছে। যেটা ১০ গুণ বেশি দ্রুতগতিতে ব্যাটারি চার্জ করবে। সৌজন্যেঃ ঢাকাটাইমস

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২৭মার্চ,২০২১)

 

 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ