শনিবার, জানুয়ারি ১৮ ২০২৫ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলার গাড়ি!

সাইবারবার্তা ডেস্ক:  টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছেন, বিটকয়েন দিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলা গাড়ি কেনা সম্ভব। মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে গত মাসে টেসলার পক্ষ থেকে বলা হয়েছিল, প্রতিষ্ঠানটি দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিটকয়েন কিনছে। এ ছাড়াও আরো বলা হয়, শিগগিরই প্রতিষ্ঠানটি ক্রিপ্টোকারেন্সিকে অর্থপ্রদানের মাধ্যম হিসেবে গ্রহণ করতে শুরু করবে। আর মঙ্গলবারই ইলন মাস্ক ঘোষণা দিলেন বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলা গাড়ি!

বুধবার এক টুইটে ইলন মাস্ক লিখেছেন, ‘আপনি এখন থেকে বিটকয়েন দিয়ে একটি টেসলা কিনতে পারবেন’। তবে সেটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য। এই বছরের শেষের দিকে সারা বিশ্বের আরো কয়েকটি দেশে বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলার গাড়ি। এমনটি জানিয়েছেন মাস্ক। কিন্তু কোন কোন দেশে এমন সুবিধা চালু করা হবে সেই তথ্য তিনি জানাননি। সূত্র : সিএনবিসি

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই//২৫মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ