শনিবার, জানুয়ারি ১৮ ২০২৫ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ফ্ল্যাশ কল ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ

সাইবারবার্তা ডেস্ক: ফ্ল্যাশ কল নামের নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

 

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যখন কোনো ব্যবহারকারী প্রথমবার লগ ইন করেন, তখন ডিভাইস ভেরিফিকেশনের জন্য একটি ৬ ডিজিটের কোড আসে। এর বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশনের জন্য আসবে ফ্ল্যাশ কল। এতে এসএমএস ভেরিফিকেশন প্রক্রিয়ার চেয়ে দ্রুততম সময়ে ব্যবহারকারী তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

 

একইসঙ্গে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু হচ্ছে। সেক্ষেত্রে নতুন এই ফিচার থাকলে বারবার ভেরিফিকেশনের প্রক্রিয়াটাও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ