রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

ফিরে এলো ইনস্টাগ্রাম লাইট অ্যাপ

সাইবারবার্তা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন ফটোশেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম প্রথম নিজেদের লাইট অ্যাপ নিয়ে এসেছিল ২০১৮ সালে। গত বছরের বসন্তে প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়েও নেয় তারা।

সম্প্রতি আবার নিজেদের সেই লাইটঅ্যাপ ফিরিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। নতুন করে ১৭০টি দেশের জন্য লাইটঅ্যাপ নিয়ে আসার খবর জানায় জনপ্রিয় ফটোশেয়ারিং অ্যাপটি।

লাইটঅ্যাপটিতে এবার যোগ হচ্ছে নতুন কিছু ফিচার। এ ছাড়াও ফাইল আকারও বাড়ছে। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য অ্যাপটি আসছে বলেও জানিয়েছে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

ইনস্টাগ্রামের লাইট অ্যাপ ইন্সটল করতে কেবল দুই মেগাবাইট স্পেস প্রয়োজন পড়বে। সাধারণ ইনস্টাগ্রাম অ্যাপ নামাতে ডিভাইসে ৩০ মেগাবাইট খালি জায়গার প্রয়োজন পড়ে। এর আগে লাইটঅ্যাপ নামাতে ৫৭৩ কিলোবাইট খালি জায়গা থাকলেই চলত। এবারের সংস্করণে আকার বেড়েছে অ্যাপটির। এখনো লাইট অ্যাপটির কোনো আইওএস সংস্করণের ব্যাপারে পরিকল্পনা করেনি ইনস্টাগ্রাম।

উল্লেখ্য, অ্যাপের শুধু আকার বাড়েনি, নতুন ফিচারও এসেছে। এবার লাইটঅ্যাপ থেকেই সরাসরি মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়াও ভিডিও রেকর্ডও পোস্ট করা সম্ভব হবে। অ্যাপের হোমপেজে দেখা মিলবে রিলস ট্যাবেরও। তবে, বাদ পড়েছে শপিং ট্যাব।

ইনস্টাগ্রাম লাইট পণ্য ব্যবস্থাপক নিক ব্রাউন জানিয়েছেন, যেহেতু ‘রিলস’ বর্তমানে ভারতে অনেকেই ব্যবহার করছেন। এজন্যই লাইটঅ্যাপে রিলস ট্যাব রাখার কথা ভেবেছেন তারা। তবে শপিং ট্যাব আনার কোনো প্রকল্পনা নেই এ লাইটঅ্যাপে। আপাতত লাইটঅ্যাপে কোনো বিজ্ঞাপনও থাকবে না। সৌজন্যে: যুগান্তর

(সাইবারবার্তা.কম/এনটি/জেডআই/২১মার্চ ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ