বুধবার, মার্চ ২৬ ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

পুলিশের পেজে প্রতিকার চেয়ে ম্যাসেজ, অভিযানে কিশোর গ্যাংয়ের তিনজন আটক

সাইবারবার্তা ডেস্ক: চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানা এলাকায় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিভিন্ন দোকানে ভাঙচুর ও হামলা চালানোর ভিডিও বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে পাঠান এক ব্যক্তি। সঙ্গে তিনি কিশোর গ্যাংয়ের দৌরাত্বের বিষয়টি তুলে ধরে পুলিশের কাছে প্রতিকার চান। পরে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স বিভাগ) মো. সো‌হেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

সো‌হেল রানা জানান, পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের ফেসবুক পেজে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটনের স্থানীয় এক বাসিন্দা একটি ভিডিও পাঠান। যেখানে দেখা যায়, পাঁচলাইশ থানার মুরাদপুর ১ নং রেললাইন এলাকায় কিছু উচ্ছৃঙ্খল কিশোর দেশীয় অস্ত্র-শস্ত্র হাতে আশেপাশের দোকানপাটে ভাঙচুর করছে ও মারপিট করছে। ভিডিওর সঙ্গে তিনি দাবি করেন, এটি একটি কিশোর গ্যাংয়ের কাজ। তারা অত্যন্ত বেপরোয়া। তারা দোকানে দোকানে ছিনতাই করে। হকার্সদের সঙ্গে মারামারি করে। যখন তখন যার তার সাথে মারামারি করে।

 

 

ওই বাসিন্দা আশঙ্কা করছেন, যে কোনো সময় আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা এমনকি হত্যার মতো ঘটনাও ঘটাতে পারে কিশোর গ্যাংয়ের সদস্যরা । বিষয়টি গুরুত্ব সহকারে নেয় বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। পরে বিষয়টি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়। নির্দেশনা পেয়ে পাঁচলাইশ থানার ওসি তাৎক্ষণিকভাবে পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম গঠন করেন। তারা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পান।

 

 

তদন্তে বের হয়ে আসে, এই কিশোররা বিভিন্ন স্থান থেকে পাঁচলাইশ থানা এলাকায় এসে এ ধরনের তাণ্ডব চালিয়েছে। তারা একটি চক্রের সদস্য। এ চক্রটি বিভিন্ন সময় ভাড়ায় খাটে। অর্থের বিনিময়ে তারা অর্থদাতার বিপক্ষের উপর আক্রমন চালিয়ে থাকে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের পর অভিযুক্ত কিশোরদের মধ্য থেকে নেতৃস্থানীয় তিনজনকে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার কএর পুলিশ। এই চক্রের অন্যদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। শিগগির বাকিদেরকে গ্রেপ্তার করা হবে। এই চক্রের সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সৌজন্যে:ঢাকা টাইমস

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৫ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ