শনিবার, জানুয়ারি ২৫ ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

নৌবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া ৩৪৫৩টি বিদেশি শাড়ি জব্দ

:: সাইবার বার্তা ডেস্ক :: ভোলার চরফ্যাশন থানাধীন জনতা বাজার এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া তিন হাজার ৪৫৩টি অবৈধ বিদেশি শাড়ি জব্দ করেছে। পরিত্যক্ত একটি নসিমন থেকে সাড়ে আট বস্তা বিদেশি অবৈধ শাড়ি কাপড় উদ্ধার করা হয় যার।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ জানুয়ারি) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ১০ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা চলমান থাকবে।

সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে।

যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশ নেন। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে।

(সাইবারবার্তা.কম/০১জানু.’২৪/১৮১৭/কম)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ