রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

এনইআইআর কার্যক্রম শুরু হবে ১ জুলাই থেকে:বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর এর কার্যক্রম ১ জুলাই থেকে শুরু হবে। চলবে পরীক্ষামূলকভাবে।২৮ জুন, এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।

 

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এনইআইআর এ গ্রাহকের জাতীয় পরিচিতি নম্বর ও সিম নম্বরের (এমএসআইএসডিএন) সাথে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হবে।

 

বর্তমানে মোবাইল ফোন নেটওয়ার্কের সঙ্গে যেসব হ্যান্ডসেট যুক্ত রয়েছে সেগুলো ৩০ জুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ফলে পহেলা জুলাই থেকে নতুন যেসব মোবাইল, নেটওয়ার্কে যুক্ত হবে তা প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে এনইআইআরের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে।

 

বিটিআরসি জানিয়েছে, হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর এ নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। যেসব হ্যান্ডসেট বৈধ হবে না সেগুলো সম্পর্কে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং পরীক্ষাকালীন সময় তিন মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৯ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ