সাইবারবার্তা ডেস্ক: রাজস্ব ভাগাভাগি নিয়ে অপারেটর ও সরকারের মধ্যে নিরীক্ষা নিয়ে ভবিষ্যতে যেনো টানাপড়েন দেখা না দেয় সে জন্য ‘টেলিকম মনিটরিং সিস্টেম’ কেনার আর্থিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।
টেলিকম অপারেটরদের থেকে রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে এ জন্য বিটিআরসিকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাবের জন্য ১০১ কোটি ২৮ লাখ ৪ হাজার ৩৬ টাকায় মালামাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্পের জন্য ৫ হাজার ইন্সট্রাক্টর টেবিল, ৫ হাজার ইন্সট্রাক্টর চেয়ার, ৮০ হাজার কম্পিউটার টেবিল এবং ১ লাখ ৬০ হাজার কম্পিউটার চেয়ার সংগ্রহ, সরবরাহ ও স্থাপন করা হবে। বুধবার অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ডিজিটাল রেগুলেটরি মনিটরিং ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে দরপত্র আহ্বান হওয়ার পর বিটিআরসি’র মনিটরিং সিস্টেমটি কেনা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন জানিয়েছেন, সিস্টেমটি ক্রয়, উন্নয়ন, সরবরাহ, ইনস্টল, টেটিং ও কমিশনের জন্য ৭৭ কোটি ৬৫ লাখ ৩২ হাজার ৭৯৬ টাকা ব্যয় হবে। কানাডার টিকেসি টেলিকম এ সিস্টেম সরবরাহ করবে বলে জানান তিনি।
(সাইবারবার্তা.কম/আইআই/১৭ জুন ২০২১)