সাইবারবার্তা ডেস্ক: এখন থেকে জিমেইলে আসা কোনো ইমেইলে ছবি সংযুক্ত থাকলে, তা সরাসরি গুগল ফটোসে সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা। এতে করে আগে ডিভাইসে নামিয়ে নিয়ে তারপর তা ফটোসে সংরক্ষণ করার কোনো প্রয়োজন পড়বে না। আপাতত শুধু জেপিইজি ফরম্যাটের ছবির জন্য মিলবে এ সুবিধা। কোনো ছবি সংযুক্তি প্রিভিউয়ের সময় ব্যবহারকারীরা নতুন অপশনটি পাবেন। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, মেনুর উপরের দিকে বাম পাশের কোণায় থাকবে ‘অ্যাড টু ড্রাইভ’ নামে বাটনটি।
ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। যাদের শুধু ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে তারাও পাচ্ছেন ফিচারটি। ধীরে ধীরে সবার কাছেই পৌঁছাবে এটি। গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে ১৫ দিন সময় লাগতে পারে। ফলে, এখনই ফিচারটি দেখতে না পেলে হতাশ হওয়ার কিছু নেই। অন্যদিকে, জুনের এক তারিখ থেকে বিদায় নিচ্ছে গুগল ফটোসের ‘আনলিমিটেড স্টোরেজ’ সুবিধা। ওই দিন থেকে বিনামূল্যে ১৫ গিগাবাইট স্টোরেজ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সীমিত স্টোরেজটি থাকবে জিমেইল, ওয়ার্কস্পেস নথি, স্লাইডস এবং স্প্রেডশিট সবমিলিয়ে। বাড়তি স্টোরেজ পেতে চাইলে গুণতে হবে অর্থ।
(সাইবারবার্তা.কম/আইআই/২৯ মে ২০২১)