রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট জানালেন পলক

সাইবারবার্তা ডেস্ক: নাগরিকদের জন্য শিগগিরই কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কোভিড-১৯ করোনা টিকা নিবন্ধন প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ এর মাধ্যমে এটি করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১ জুন) ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পলক।

 

তিনি বলেন, আইসিটি বিভাগের প্রোগ্রামাররা কোডিং করে করোনা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেশের শত কোটি টাকা বাঁচিয়েছেন। তাদের মাধ্যমেই শিগগিরি চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট।

 

প্রোগ্রামিংকে প্রযুক্তির ভাষা উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন প্রজন্মকে আবশ্যিকভাবে প্রোগ্রামিং শিখতে হবে। বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালকবিহীন গাড়ি চালানো হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার মানুষ গড়ে তুলতেই সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ে জাতীয়ভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে।

 

নিজেদের বিকশিত করতে শিশু-কিশোর, তরুণ কিংবা প্রবীণ, রাজনীতিবিদ, সাংবাদিক সবাইকেই প্রোগ্রামিং শেখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী। ফেসবুক, ইউটিউব আর পাবজিতে ব্যস্ত না থেকে নতুন প্রজন্মকে প্রোগ্রামিং শেখার ওপর মনোনিবেশ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের জন্য সন্তানকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে।

 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এনামুল কবির। ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অংশ নিতে https://nhspc.net প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে।

 

আগামী ৭ জুন পর্যন্ত প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রস্তুতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৪ ও ৬ জুন প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কুইজের দুটি মক টেস্ট অনুষ্ঠিত হবে। মূল প্রতিযোগিতার পূর্বে শিক্ষার্থীরা এই টেস্টে অংশ নিয়ে প্রতিযোগিতার প্ল্যাটফর্ম ও নিয়মাবলী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

 

উভয় প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি জানা যাবে আয়োজনের মূল ওয়েবসাইটে https://nhspc.net/schedule

 

(সাইবারবার্তা.কম/আইআই/২ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ