বুধবার, মার্চ ২৬ ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

চন্দ্র অভিযানের খরচ মিটবে ক্রিপ্টোকারেন্সিতে

সাইবারবার্তা ডেস্ক: আগামী বছর চাঁদে একটি স্যাটেলাইট পাঠাবে স্পেসএক্স। এই মিশনের পুরো খরচ দেওয়া হবে ক্রিপ্টোকারেন্সি ডজকয়েনে। অর্থায়নকারী প্রতিষ্ঠান কানাডীয় কম্পানি জিওমেট্রিক এনার্জি করপোরেশন এই চন্দ্র অভিযানে নেতৃত্ব দেবে।এক বিবৃতিতে ক্যালগেরিভিত্তিক কম্পানিটি জানায়, ২০২২ সালের প্রথম প্রান্তিকে ‘ডজ-১’ নামের স্যাটেলাইটটি উেক্ষপণ করা হবে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে। ৮৮ পাউন্ডের (৪০ কিলোগ্রাম) কিউবিক স্যাটেলাইটটি তার সেন্সর ও ক্যামেরা কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করবে।

 

 

ডজ-১ হচ্ছে প্রথম কোনো বাণিজ্যিক চন্দ্রাভিযান যার খরচ পুরোপুরি বহন করা হবে ডজকয়েনে। তবে জিওমেট্রিক এনার্জি করপোরেশন এমন তথ্য জানালেও এই অভিযানে খরচ কত পড়বে তা নিশ্চিত করেনি। স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট টম ওচিনেরো বলেন, ‘চাঁদে ডজ-১ স্যাটেলাইট পাঠাতে যাচ্ছি এমন সিদ্ধান্তে আমরা খুবই উত্ফুল্ল। এ মিশন প্রমাণ করছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার এখন পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও চলে গেছে। এটি এখন আন্তগ্রহ বাণিজ্যের ভিত রচনা করেছে।’

 

(সাইবারবার্তা.কম/আইআই/২২ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ