সাইবারবার্তা ডেস্ক: কোভিড-১৯ সম্পর্কিত ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে বেশ কঠোর ভূমিকা পালন করছে ফেসবুক। এক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। রয়টার্স জানিয়েছে, কোভিড-১৯ নিয়ে ভুয়া দাবি করায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পেজটি ৩০ দিনের জন্য নিষ্ক্রিয় (ফ্রিজ) করা হয়েছে।
মাদুরো তার পেজে দাবি করেছিলেন থিম-বেইজড মেডিসিন কারভাটিভির কোভিড-১৯ রোগ প্রতিরোধ এবং আক্রান্ত রোগীকে সারিয়ে তুলতে পারে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, মাদুরোর এই দাবির কোনো ভিত্তি নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে কোভিড-১৯ সারিয়ে তুলতে পারে এমন কোনো প্রমাণ নেই।
তিনি আরও জানান, মাদুরো একাধিকবার ফেসবুকের নীতিমালা ভঙ্গ করেছেন। তাই তার পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে। পেজটি দেখা গেলেও তিনি বা তার টিম আগামী ৩০ দিন কোনো পোস্ট করতে পারবেন না।
সৌজন্যে: ডিজিবাংলা
(সাইবারবার্তা.কম/জেডআই/২৮মার্চ,২০২১)