সাইবারবার্তা ডেস্ক: সরকারের অনুমোদন সত্ত্বেও এখনো অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রযুক্তি রাজধানী সিলিকন ভ্যালির অনেক কোম্পানি। গুগল, টুইটারের মতো কোম্পানিগুলোও এখনই অফিস খুলে দেয়ার জন্য প্রস্তুত নয়। তবে সানফ্রান্সিসকো প্রশাসন বলছে, কোম্পানিগুলো সীমিত পরিসরে চাইলে তাদের অফিস কার্যক্রম পুনরায় চালু করতে পারে। খবর রয়টার্স।
স্থানীয় প্রশাসন গতকাল থেকেই সিলিকন ভ্যালিতে অবস্থিত সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে মোট সংখ্যার এক-চতুর্থাংশ কর্মী নিয়ে তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার অনুমতি প্রদান করে।
তবে কভিড-১৯ সংক্রমণের কথা বিবেচনা করে সানফ্রান্সিসকো ও সান্তা ক্লারা শহরের অফিসগুলো এখনো চালু করার পক্ষপাতী নয়। কোম্পানিগুলো বলছে, কর্মীদের সুরক্ষার কথা বিবেচনা করেই তারা এখনো কোনো ধরনের অফিশিয়াল কার্যক্রম চালু করার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে সম্মত নয়। সানফ্রান্সিসকোর মেয়র লন্ডন ব্রিড বলেন, সানফ্রান্সিসকো আবার জেগে উঠবে। যখন আমরা অফিসগুলো পুনরায় খুলতে শুরু করব, মানুষ আবারো কর্মক্ষেত্রে ফিরতে শুরু করবে।
এর আগে সিলিকন ভ্যালির কোম্পানিগুলো এ গ্রীষ্ম পর্যন্ত তাদের কর্মীদের সুরক্ষার খাতিরে বাসায় থাকার অনুমোদন দিয়েছিল। পুনরায় অফিস চালু করার ব্যাপারে তারা তাদের নিজস্ব গণস্বাস্থ্য তথ্য, অন্যান্য সুরক্ষা ও কর্মীদের পছন্দের ওপর নির্ভর করছে।
নেটওয়ার্কিং গিয়ার প্রস্তুতকারক সিসকো সিস্টেমস ও ফাইল স্টোরেজ সার্ভিস ড্রপবক্স আগামী জুন পর্যন্ত তাদের কর্মীদের বাসা থেকে কাজ করতে নির্দেশ দিয়েছে। ইন্টারনেট কোম্পানি বক্স জানায়, আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাদের অফিস খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই।
পিন্টারেস্ট আগামী আগস্ট পর্যন্ত অফিস খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। গুগল তার অফিস খোলার জন্য সেপ্টেম্বর পর্যন্ত ও ডুকুসাইন অক্টোবর পর্যন্ত তাদের অফিস খোলার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানায়। পাশাপাশি টুইটার, অ্যাডোবি, পেপাল, টুইলিও, ইয়েল্প, জুম এখনো তাদের অফিস বন্ধ রাখার সিদ্ধান্তেই অটল রয়েছে।
তবে কিছু কোম্পানি সরকারের এ সিদ্ধান্তের সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সফটওয়্যার কোম্পানি এসএপি জানায়, চলতি সপ্তাহেই তারা বে এরিয়ায় অবস্থিত অফিসের কার্যক্রম সীমিত পরিসরে শুরু করার ব্যাপারে সম্মত। পাশাপাশি স্ল্যাক টেকনোলজিস তাদের কর্মীদের অফিসে ফেরত আসার ব্যাপারে নির্দেশনা দেয়ার অপেক্ষা করছে। সৌজন্যেঃ বণিক বার্তা
(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২৫মার্চ,২০২১)