শনিবার, অক্টোবর ১২ ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - শরৎকাল | ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

করোনায় গোপালগঞ্জের বশেমুরবিপ্রবিতে টেলি মেডিসিন সেবা

সাইবার বার্তা ডেস্ক: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সোমবার (৫ এপ্রিল) থেকে চালু হচ্ছে টেলিমেডিসিন সেবা। কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম মাহবুব এর নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ সেবা চালু করা হবে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, বশেমুরবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ টেলিমেডিসিন সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। সেবা গ্রহণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সেবা পেতে ফোন করতে হবে ডা. অভিষেক বিশ্বাস, সিনিয়র মেডিকেল অফিসার; বশেমুরবিপ্রবি- ০১৫৫৮৫৯৬২০৪।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন। চলমান করোনা পরিস্থিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এমন উদ্যোগ নিয়ে সন্তুষ্ট তারা। এই সেবা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঘরে বসেই সুষ্ঠুভাবে পাবে এমনটাই দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। -বিজ্ঞপ্তি

 

(সাইবারবার্তা.কম/এমআর/কম/৫ এপ্রিল,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ