শুক্রবার, জানুয়ারি ২৪ ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ

সাইবার বার্তা ডেস্ক: সার্কাসে দেখা যায় এক চাকার সাইকেল বা মোটরসাইকেল। কিন্তু এবার এক চাকার মোটরসাইকেল রাস্তায় স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাবে।

এমনই এক চাকার মোটরসাইকেল বাজারে এসেছে। কেউ কেউ ভাবছেন দুই চাকা না থাকলে ব্যালান্স হবে কী করে। এই মোটরসাইকেল চলবে এক চাকার ওপর ভর করেই।

এই বাইকে পিলিয়ন বা পেছনে একজন বসার সিটও রয়েছে। সেটি কতটা কার্যকর তা সময়ই বলবে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ডুকাটি মনস্টারের অনুকরণে তৈরি করা হয়ছে।

 

এই বাইক সিঙ্গেল চার্জে ১০০ কি.মি. পর্যন্ত চলবে বলে দাবি সংস্থার। ফুল চার্জ হতে সময় নেবে ৩ থেকে ১২ ঘণ্টা। টপ স্পিড ৪৮ কিমি প্রতি ঘণ্টায়। বাইকের ওজন মাত্র ৪০ কেজি। এক চাকার এই বাইক বাজারে এনেছে আলিবাবা গ্রুপ।

 

বাজারে এখন ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়ছে। এই এক চাকার ই-মোটরসাইকেল এরই মধ্যে সবার নজর কেড়েছে। চালক সামনে ঝুঁকলে গতি বাড়বে এই বাইকের। পিছনে সরলে গতি কমবে।সৌজন্যে:জাগো নিউজ ডট কম

 

সাইবারবার্তা.কম/এনটি/জেডআই/২৯মার্চ ২০২১

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ