শনিবার, অক্টোবর ১২ ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - শরৎকাল | ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইমোতে গ্রুপ খুলে ইয়াবা বিক্রি, আটক ২

চট্টগ্রাম ব্যুরো, সাইবারবার্তা: মুখোমুখি ক্রেতা ধরলে ঝুঁকি থাকায় ইমোতে গ্রুপ খুলে ইয়াবা বিক্রি করতেন পারভেজ। তার আলাদা একটি দল আছে। ইমোতেই তারা অর্ডার নেয়। এরপর চাহিদা অনুযায়ী তা সরবরাহ করে।

এই ইয়াবা কারবারের সঙ্গে জড়িত চট্টগ্রামে ইয়াবাসহ বন্দর থানা যুবদল নেতা মাসুম পারভেজ (৪২) ও তার সহযোগী হারুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ মার্চ) রাতে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মাসুম পারভেজের বিরুদ্ধে মাদকের আরও দুটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে মাসুম ও হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাসা থেকে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(সাইবারবার্তা/কম/কেএম)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ