শুক্রবার, জানুয়ারি ২৪ ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

ইউটিউব দেখতে দেখতে ছাদ থেকে পড়ে মৃত্যু

সাইবারবার্তা ডেস্ক: মোবাইল ফোনে ইউটিউবের ভিডিও দেখতে দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেছেন সাইফুল ইসলাম বিপুল (৩১) নামে এক যুবক। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বিপুল নারায়ণগঞ্জ জেলার গলাচিপা উপজেলার হেলাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে ম্যানেজার পদে চাকরি করতেন। তিনি গত ২৮ রমজান ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।

 

 

নিহতের পরিবার জানায়, পাঁচতলা ভবনের ছাদে আত্মীয়স্বজনদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিপুল। এ সময় আড্ডার ফাঁকে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যান।পরে আহত অবস্থায় বিপুলকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, ভবন থেকে পড়ে এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাটির খোঁজখবর নিচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।সৌজন্যে:ঢাকাটাইমস ২৪

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৮ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ