সাইবারবার্তা ডেস্ক: আর্থিক লেনদেনে অনিয়ম, খরচ ও হয়রানি বন্ধে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম-আইডিটিপি চালু করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের উদ্যোগে বাংলাদেশের আর্থিক ডিজিটালাইজেশন নিয়ে সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ পদ্ধতি ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তাদের ঋণ সুবিধা পাবেন। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতিতে বাংলাদেশ পাঁচটি কৌশল প্রণয়ন করেছে।
এসব কর্মকৌশলে আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা উন্নয়নশীল দেশে উন্নত হয়েছি। ডিজিটালাইজেশনের কারণে করোনার মধ্যেও ৫-এর ওপরে প্রবৃদ্ধির অর্জন করেছে বাংলাদেশ। আমরা অন্তর্ভুক্তমূলক অর্থনীতি গড়তে চাই। এসএমই ফাউন্ডেশন, ই-কমার্স মুদিখানাসহ সব ধরনের ব্যবসায় ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে চাই তাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে ঋণ পেতে পারবেন।
সৌজন্যেঃ সময় নিউজ
(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২৪মার্চ,২০২১)