সাইবারবার্তা ডেস্ক: চীনের সামরিক এলাকায় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার তৈরিকৃত যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে দেশটির সেনাবাহিনী। নিরাপত্তাজনিত কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
বিশ্লেষকদের মতে, বাইডেনের দেশে নিরাপত্তার দোহাই দিয়ে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিষিদ্ধ করা হয়েছিল, অনুরূপভাবে চীনে, আমেরিকাভিত্তিক টেসলাকে নিষিদ্ধ করা অনেকটা প্রতিশোধ নেয়ার মতই।
নতুন নির্দেশনা অনুযায়ী, টেসলা গাড়ির মালিকরা তাদের গাড়ি নিয়ে সামরিক এলাকায় প্রবেশ করতে পারবেন না। সামরিক স্থাপনা বা আবাসিক এলাকার বাইরে গাড়ি রাখতে পারবেন।
জানা গেছে, চীনের সাংহাইয়ে ২০১৯ সালে কারখানা স্থাপন করে টেসলা। বর্তমানে দেশটিতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে ইলোন মাস্কের এই প্রতিষ্ঠানটি। দেশটিতে বিক্রি বেড়েছে বৈদ্যুতিকযান হিসেবে খ্যাত মডেল থ্রি সেডান গাড়িটির।
উল্লেখ্য, ২০১৯ সালে হুয়াওয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বরাবরই হুয়াওয়েকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে আসছিলেন।
(সাইবারবার্তা.কম/কম/২০মার্চ২০২১)